প্রতিষ্ঠানের ইতিহাস

image-not-found

ইসলামিক ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়কারী মানসম্মত প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠাতা পরিচালকের বাণী

image-not-found

আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!
বাংলাদেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থার মধ্যে সবচেয়ে ভারসাম্যপূর্ণ শিক্ষা ব্যবস্থা হলো সরকার অনুমোদিত মাদরাসা শিক্ষা ব্যবস্থা। কারণ, এতে কুরআন, সুন্নাহ আকাইদ-ফিকহ, আরবি ভাষা ও সাহিত্যের যেমন সমাহার আছে, তেমনি বাংলা, ইংরেজি, গণিত, সমাজ, বিজ্ঞান, অর্থ নীতি ও তথ্য-প্রযুক্তির মতো বিষয়ের জ্ঞানার্জনেরও রয়েছে সুব্যবস্থা। সরকারী কারিকুলাম অনুযায়ী পরিচালিত মাদরাসা শিক্ষা ব্যবস্থার সফলতা ইতো মধ্যে দেশ ও জাতির কাছে সুস্পষ্ট হয়ে গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ্যতার স্বাক্ষর রেখেছে। আল-হামদুলিল্লাহ ! দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসা এ শিক্ষা ব্যবস্থার উৎকর্ষ সাধনে বদ্ধ পরিকর।

অধ্যক্ষের বাণী

image-not-found

“বিসমিল্লাহির রাহমানির রাহীম”
আলিমগণ নবীদের উত্তরসুরি। হক্কানী আলিমে রাব্বানীর মাধ্যমেই আল্লাহ পাক ইলমকে জগতে টিকিয়ে রাখবেন। রাসূল সা. বলেছেন, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। জ্ঞানের আদান -প্রদানের জন্য আদর্শ শিক্ষক ও মানসম্পন্ন মাদরাসার বিকল্প নেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বর্তমান যুগের চাহিদা মিটিয়ে শিক্ষার্থীদেরকে যোগ্যতাসম্পন্ন সম্পদে পরিণত করার মত মানসম্পন্ন মাদরাসা সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেলেছেন। যে ক‘টি মাদরাসা সঠিক ধারাতে চলছে, তার সংখ্যা খুবই নগণ্য। দ্বীনি ইলমের এ সংকটময় সন্ধিক্ষণে সত্যিকার দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয় সাধনে দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠা ও পথচলা।