ক্লাস রুমে এ.সি স্থাপন প্রসঙ্গে

 তারিখ- ০৭.০৫.২০২৪

আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

সম্মানিত অভিভাবকমন্ডলী

আশা করছি বৈশ্বিক তাপদাহের মাঝেও সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।

দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসা, আপনার সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে। এতে আপনার পরামর্শ ও সহযোগিতা সবসময়ের জন্য কাম্য।

বর্তমানে ক্রমান্বয়ে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে আমাদের দেশে গরমের পরিমান অনেক বৃদ্ধি পেয়েছে, যা পূর্বের যে কোন সময়ের তুলনায় বেশি। আমাদের প্রতিষ্ঠান হিফজ ভিত্তিক প্রতিষ্ঠান হওয়ার কারনে শিক্ষার্থীদের দীর্ঘ সময় শ্রেণি কক্ষে অবস্থান করতে হয়; যা সময়ের হিসাবে প্রায় ১৩ ঘন্টা। প্রচন্ড গরমে দীর্ঘ সময় শ্রেণি কক্ষে অবস্থানের কারনে বেশিরভাগ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। উদ্ধত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সম্পূর্ণ মাদরাসা এ.সি’র আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি।

সম্পূর্ণ মাদরাসা এ.সি করতে প্রায় (২৫টি এ.সি) স্থাপনে ১৫ থেকে ১৭ লক্ষ টাকা প্রয়োজন (সম্ভাব্য); যা বকেয়া রেখে ইতোমধ্যে এ.সি ক্রয় করা হয়েছে। আপনারা অবগত আছেন যে, আমাদের প্রতিষ্ঠান সম্পূর্ণ শিক্ষার্থীদের বেতনের উপর নির্ভরশীল। এমতাবস্থায় নিম্ন তালিকা অনুযায়ী সবাইকে এককালীন অর্থে অংশগ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে ।

০১ আবাসিক ছাত্র/ছাত্রী          ৫০০০/-

০২ ডে- কেয়ার ছাত্র/ছাত্রী ৪০০০/-

০৩ অনাবাসিক ছাত্র/ছাত্রী ৩০০০/-



                                            প্রিন্সিপাল

                      মুফতি মো: নিয়াজ মাহমুদ ইসহাকী - এ এ

                            মোবাইল: ০১৯০১৪৩৯৪৭১